ব্রাউজার থেকেই পিডিএফ হবে ওয়েব পেজ
খুব তাড়াহুড়াতে আছেন বা সময় স্বল্পতাতে আছেন। এ সময় ব্রাউজারে একটি ওয়েব পেজ ওপেন করা ছিল। চাচ্ছিলেন আর্টিকেলটি পুরুপুরি পড়তে। হয়ত পরে ভুলে যাবেন যাবেন । অফিস/ বাসা থেকে বের হলে তো ফোনে ওয়াই ফাই থাকবে না ।
কোথাও ঘুরতে যাচ্ছেন। হাতে অনেক সময় আছে কিন্ত যে জায়গায় যাচ্ছেন সেখানে ইন্টারনেটের ব্যবস্থা নাই। এ সময় চাইলে আপনি দরকারী তথ্যগুলো পিডিএফ করে নিতে পারেন। এ কাজটি সাধারনত আমি করি। আমাজন এফিলিয়েট শিখা ইচ্ছে যখন জাগল। তখনই প্রায়ই আমাকে বাইরে যেতে হত। এ সময় আমি ব্রায়ান ডিনের ব্যাকলিঙ্কো, স্টুয়াটের নিশ হ্যাকস সহ অনেকের সাইট থেকে প্রয়োজনীয় ওয়েব পেজ গুলো পিডিএফ করে ফোন রেখে দিতাম।
যখন অবসর থাকতাম তখন পড়ার চেষ্টার করতাম। জিনিসটা আমার জন্যে ফলপ্রসূ ছিল। যাই হোক চলেন দেখে কিভাবে ওয়েব পেজকে পিডিএফ করতে পারবেন।
বলে রাখা ভাল এখন আমি এ কাজটি করছি গুগল ক্রোমে। প্রথম যখন এ বিষয়টি যখন প্রথম লক্ষ্য করি তখন সম্ভবত ২০১১ এর দিকে টেকটুইটসে একটা আর্টিকেল লিখেছিলাম। সে সময় শুধু মাত্র গুগল ক্রোমেই পিডিএফ করা যেত। মজিলা ফায়ার ফক্সে এরুপ করা যেত। এবার দেখি মজিলাতে এই অপশন যুক্ত হয়েছে।
প্রথমে যে ওয়েব পেজ পিডিএফ করতে চাই সেই পেজে গিয়ে ctrl+p মানে ওয়েব পেজ প্রিন্ট করার অপশন চাপি। নীচের ছবির মত একটা পেজ আসবে। খেয়াল করুন ডিফল্ট ভাবে যে অপশনগুলো থাকে আমি হাইলাইট করে দিয়েছি।
লক্ষ্য করুন বাম পাশে ডেসটিনেশন নামে অপশনে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ দেখা যাচ্ছে। প্রিন্ট বাটনে করলে প্রিন্টার যুক্ত থাকলে প্রিন্ট হবে । যেহেতু এখন আমাদের প্রিন্টার নাই তাহলে সে সেভ করার জন্যে ডেস্টিনেশন চাইবে কোথা সেভ হবে । ফাইলের নাম দিয়ে দিলেই পিডিএফ হিসেবে প্রিন্ট হয়ে যাবে।
তবে আমরা যে কাজটি করব উপরের স্ক্রিন শটের ডেসটিনেশন অপশনের চেঞ্জ বাটনে ক্লিক করলে নিচের ছবির মত কিছু অপশন পাব। সেভ এজ পিডিএফ অপশন নির্ধারন করি।
এবার সেভ বাটনে ক্লিক করি তাহলে পেজটি নির্ধারিত স্থানে সেভ হয়ে যাবে।
বিশেষ ভাবে লক্ষ করি প্রথম স্ক্রীনসটের ডান পাশের হাইলাইট করা অংশে হিজিবিজি কিছু হাইলাইট করা আছে। এটি হল ইউআরএল । অর্থাৎ ইউআরেল সহ সেভ হয়। আমার ইউআরএলে বাংলা যুক্ত থাকায় এরুপ হিজিবিজি এসেছে।
মজিলাতেও অন্রুপভাবে হয়ত পিডিএফ করতে পারবেন । এই মূহুর্তে আমি পরীক্ষা করে দেখি নি।