সহজেই হবে ফেসবুকে লাইভ স্ট্রিমিং ! ( ছবি সহ ধারাবাহিক বর্ণনা )
পাবজির এই যুগে লাইভ স্ট্রিমিং একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কিছু দিন আগে পর্যন্ত লাইভ স্ট্রিমিং সীমাবদ্ধ ছিল মুভি বা নাটক বা খেলা সম্প্রচারে। লাস্ট বেশ কিছু দিন ধরে দেখা যাচ্ছে অনেকেই গেম খেলতে লাইভ স্ট্রিমিং এ ফেসবুকে আসছে। হালের গেম হিসেবে এখন সবচেয়ে জনপ্রিয় হল পাবজি। পিসি থেকে অনেকেই এখন লাইভ স্ট্রিমিং করছেন। আবার হয়ত অনেকে ভাবছেন পিসির স্ক্রিণ ফেসবুকে সরাসরি কিভাবে স্ট্রিম করা যায়।
ফেসবুকে লাইভ স্ট্রিমিং করার জন্যে বেশ কিছু এপ্লিকেশন রয়েছে এর মধ্যে OBS studio, Ecam Live, wirecast, zoom, mimolive, belive ইত্যাদি উল্লেখ যোগ্য। এর মধ্যে OBS studio ছাড়া সবগুলোই হল পেইড সফটওয়্যার। যেহেতু অনেকেরই কিনার সাধ্য নাই আই মিন আমার নিজেরও সাবস্ক্রিপশন নিয়ে চালানোর সক্ষমতা নেই তাই ফ্রি ওবিএস স্টুডিও দিয়ে কিভাবে লাইভে আসা যায় সেটি শিখে নিব।
প্রথমে ওবিএস স্টুডিও থেকে পিসির ওএস অনুসারে সফটওয়্যারটি নামিয়ে ইনস্টল করে নেই।
ইনস্টল শেষে সফটওয়্যারটি ওপেন করি । লাইন্সেন্স এগ্রিমেন্ট একসেপ্ট করে এপটি স্টার্ট করি। এবার auto-configure OBS Studio অপশন আসলে সেটি নেক্সট চেপে এপ্লাই করি। যদি অটো অপশন না আসে তাহলে টুলসে গেলে auto-configure OBS Studio পাব।
এবার নিচের দিকে scene অপনে পাব যেখানে + আইকনে ক্লিক করে আমরা যা স্ট্রিম করব সেটি নামকরন করি।
এ পর Source অপশনে যেয়ে + আইকনে ক্লিক করলে নতুন একটি পপ আপ আসবে সেখান থেকে Window Capture সিলেক্ট করে দেই।
প্রোপার্টিজে যেয়ে যেটি স্ট্রিম করতে চান সেটি সিলেক্ট করে দিন।
এবার যে পেজ থেকে লাইভ স্ট্রিমিং এ আসতে চান সেখান থেকে পেজে ঢুকে পাবলিসিং টুলে ক্লিক করলে বাম পাশে ভিডিও লাইব্রেরি পাবেন সেখানে ক্লিক করুন।
ভিডিও লাইব্রেরিতে ক্লিক করলে ডান দিকে লাইভ অপশন পাওয়া যাবে সেখান থেকে লাইভে ক্লিক করতে হবে।
লাইভ অপশনে ক্লিক করার পরে আপনাকে লাইভ স্ট্রিমিং পেজে নিয়ে যাবে। একটু নিচের দিকে স্ক্রল করে লাইভ স্ট্রিমিং কি কোডটা কপি করে নিন।
এবার ওবিএস স্টুডিও গিয়ে নিচের ডান দিকে কন্ট্রোলের সেটিং এ ক্লিক করে স্ট্রিমিং এ যান ফেসবুক স্ট্রিমিং কী পেষ্ট করে অকে বা এপ্লাই ক্লিক করুন।
এবার জাস্ট কনট্রোল থেকে স্টার্ট স্ট্রিমিং এ ক্লিক করলেই স্ট্রিমিং শুরু হয়ে যাবে। শেষ ধাপের কাজ হল জাস্ট ফেসবুকের লাইভ স্ট্রিং পেজে গিয়ে লাইভে যাওয়া !
হুম চলে গেলেন আপনি লাইভ স্ট্রিমিং এ । একটা হাইইন্ডের গেম খেলে দেখিয়ে দিন যে আপনার একটি ভাল পিসি রয়েছে। এখানে শুধু মাত্র ভাব হয় আসল 😀
পুনশচঃ ভাবছেন এহ এ আর এমন কি এটা তো একটু ঘাটলে যেকেউ পারবে তাই না ? আসলে স্ক্রিনশট দিয়ে দিয়ে সেই ২০০৯-১১/১২ সালের ব্লগ লিখার কথা মনে পড়ায় এভাবে স্ক্রিনশট নিয়ে নিয়ে আর্টিকেলটি লিখা। আর্টিকেলটি পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ।