ফেলে দেওয়া টি ব্যাগের ব্যবহার
টি ব্যাগ ব্যবহারের পর প্রায় সবাই আমরা সেই টি ব্যাগ ছুড়ে ফেলে দেই ময়লার ঝুড়িতে । অথচ এই ব্যবহৃত টি ব্যাগটি আমাদের অসাধারন কিছু কাজে লাগতে পারে । জানার পরে নিশ্চয় কেউ সহজে ফেলে দিতে চাইবেন না । চলুন জেনে নেওয়া যাক।
আঘাত প্রাপ্ত চোখ বা চোখের ক্লান্তি দূর
কোন কারনে চোখে আঘাত পেলে চোখের রঙ পরিবর্তন হতে পারে। বিশেষ করে লাল রঙ ধারন করে বা ফুলে উঠতে পারে । কিংবা দেখা গেল কোন কারনে অনেক সময় ধরে কান্না করেছেন চোখের ক্লান্তি তখন যে কারো কাছেই স্পষ্ট হয়ে উঠবে। এই ব্যাপারগুলো দূর করতে যেখানে আইস প্যাক ব্যবহার করা যায় । কিন্ত বিকল্প হিসেবে যার নাম উপরে রাখবেন তা হলে টি ব্যাগ। ঠান্ডা পানিতে টি ব্যগটি ভিজিয়ে এর পর চোখের উপর ব্যবহার করা যায়। দেখবেন খুব দ্রুত উপশম হচ্ছে।
হাতের গন্ধ দূর করতে স্ক্র্যাব হিসেবে ব্যবহার
পেঁয়াজ, রসুন বা মাছ কাটার পরে হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধুয়ে ফেললেও হাতের গন্ধ পুরুপুরি দূর হয় না। তখন স্ক্র্যাব হিসেবে টি ব্যাগের ব্যবহার খুব কাজে আসবে।
রোদে পোড়া ভাব এবং ব্রণ উপশম
বেশ কিছু দিন সমদ্র সৈকতে ঘুরে এসছেন, কোথাও ভ্রমণে গিয়েছিলেন, কিংবা সাইকেলে লং রাইডে গিয়ে গায়ের চামড়াতে তামাটে ভাব চলে এসেছে । আবার দেখা যায় সারা গায়ে কিংবা মুখের ব্রণ নামক বিরক্তিকর সমস্যায় পড়েছেন । তখন কিন্ত টনিক হিসেবে এই টি ব্যাগ এগিয়ে আসবে। সিম্পলি টি ব্যাগ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। আক্রান্ত স্থান ধুয়ে ফেলুন । কিছু ব্যবহারের পরে আপনি নিজেই এর ফলাফল দেখতে পারবেন।
মাউথ ফ্রেশনার হিসেবে ব্যবহার
মুখে গন্ধ হবার কারনে অনেকেই অস্বস্তিতে ভোগেন। ফেলে দেওয়া টি ব্যাগের চা পানিতে ভিজিয়ে রেখে সেটাকে মুখে নিয়ে কতক্ষন কুলকুচি করেন । দেখবেন মুখের গন্ধ উধাও হয়ে গিয়েছে।
চুলের কন্ডিশনার হিসেবে
শ্যাম্পু করার পরে সাধারন অনেক মেয়েরাই কন্ডিশনার ব্যবহার করে থাকে। এই কাজে আপনি টি ব্যাগকে ব্যবহার করতে পারেন। । টি ব্যাগ ফেলে না দিয়ে দুই তিনটা এক সাথে করে পানিতে ভিজিয়ে রেখে সেই পানি কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন । এত করে কৃত্তিম কন্ডিশনার এর বদলে চুলের পুষ্টির জন্যে প্রাকৃতিক কন্ডিশনার নিশ্চয় ভাল ফল দিবে।
হোম মেড গ্লাস ক্লিনার
জানালার কাচ, ড্রেসিং টেবিলের আয়না বা অন্য কোথাও কাচ জাতীয় তৈজসপত্র পরিষ্কার করতে আমরা সবাই ক্লাস কিনার কিনে আনি। এ টাকা এখন চাইলেই সাশ্রয় করতে পারেন। ব্যবহৃত টি ব্যাগ পূর্বের ন্যায় পানিতে ভিজিয়ে রেখে ঐ পানি ঐ সব আসবাব পত্রের উপর ছিটিয়ে দিন। নরম সুতি কাপড় দিয়ে মুছতে ভুলবেন না। এখন দেখুন কিনে আনা ক্লিনার থেকে কোন অংশে কম কাজ করছে না। ওহ বেঁচে যাওয়া টাকা দিয়ে আমাদের সম্মানে একটা ছোট খাট পার্টি দিতে পারেন। 😛
ময়লা ডিস পরিষ্কার
ব্যবহৃত ডিসগুলো হালকা গরম পানিতে কয়েকটি টি ব্যাগ সহ ভিজিয়ে রাখুন। হালকা করে ঘষে ধুয়ে ফেলুন দেখেন জাদু। এটা অবশ্যই আপনার হাতকে এবং পাতিল কে খুব জোরে ঘষার জন্যে রাসায়নিক পদার্থ থেকে মুক্তি দিবে।
এন্টিঅক্সিডেন্ট/জীবাণুমুক্ত গোসল
যেহেতু চায়ের পাতা প্রকৃতিগতভাবে এন্টিঅক্সিডেন্ট যুক্ত তাই গোসল করার পূবে গরম পানিতে কয়েকটি ব্যবহৃত টি ব্যাগে দিয়ে তার পরে গোসল সেরে ফেলুন । এমনি নরমাল পানিতে কয়েকটি ব্যবহৃত টি ব্যাগে দিয়ে তার পরে গোসল কতক্ষন রেখে গোসল করতে পারেন । আলাদা ভাবে ডেটল/শেভলন/অন্য কোন জীবাণুনাশক ব্যবহার মানেই কিছু রাসায়নিকের ব্যবহার বাড়ানো ।
কাঠের আসবাবপত্রের উপরিভাগ চকেচকে করতে
টি ব্যাগ যুক্ত পানি ব্যবহার করে খুব সহজেই কাঠের আসবাবপত্রের কিংবা ডেকোরেশনের জন্যে ব্যবহৃত ফ্লোর খুব সহজেই চকচকে করে তোলা যাবে।
চোখের সৌন্দর্য
নানা কারণেই চোখের নিচে কালোদাগ পড়তে পারে,যেমন রাত্রি জাগা এর মধ্যে উল্লেখযোগ্য। এটি এই যুগে একদম সাধারন একটা ব্যাপার। চোখের নিচের ত্বক বিবর্ণ হলে অথবা রক্ত সরবরাহ হঠাৎ করে বেড়ে গেলে এমন দাগ দেখা যায়। এক কাজ করুন বিছানায় শুয়ে এবার টি-ব্যাগ ভিজিয়ে চোখের উপর কয়েক মিনিট রাখুন।
চায়ের ট্যানিন চোখের পাতার ফোলা এবং দাগ দূর করতে কার্যকর। টি-ব্যাগ সারারাত ফ্রিজে রেখে সকালে ব্যবহার করলে ভাল কাজে দেবে। এক্ষেত্রে হারবাল টি-ব্যাগ ব্যবহার করা যাবে না। কারণ হারবাল টি-ব্যাগ তেমন কার্যকর নয়।
তবে টি ব্যাগের ব্যাপারে খেয়াল রাখতে হবে। যাদের এলার্জি আছে তাদের ক্ষেত্রে কেমোমাইল পূর্ণ টি ব্যাগ ব্যবহারের কারনে চোখে এলার্জি দেখা দিতে পারে বা চোখ ফুলে যেতে পারে।
কালশিরে দাগ দূর করা ও রক্তপাত বন্ধ করা
কোথাও গিয়েছেন হঠাত করে আঘাত পেলেন বা রক্তপাত হচ্ছে তখন কি করবেন ব্যবহার করুন টি ব্যাগ বা চা স্টল থেকে সংগ্রহ করা চা। টি-ব্যাগের ট্যানিক অ্যাসিড এবং ক্যাফেইন ছোটখাট কাটাছেড়া এবং আঘাতে সাড়াতে ম্যাজিকের মতো কাজ করে।
ফ্রিজের বাজে গন্ধ দূর করতে
ফ্রিজে বাজে গন্ধ হলে ব্যবহৃত টি-ব্যাগ রেখে দিন। দুর্গন্ধ দূর করতে টি-ব্যাগ খুব ভাল কাজ দেয়। নানা ধরনের দুর্গন্ধ শোষণ করতে পারে এটি। আর ফ্রিজের অনাকাঙ্ক্ষিত আর্দ্রতা দূর করতে ব্যবহার করুন একটি শুকনো টি-ব্যাগ।
প্রাকৃতিক সার হিসেবে গাছের পরিচর্যাতে
আজকাল বাসার ছাদে অনেকেই ছোট খাট বাগান কিংবা কয়েকটি টবে হলেও গাছ লাগিয়ে থাকেন। গাছের পুষ্টি জোগান দিতেও ব্যবহার করা যেতে পারে এই টি-ব্যাগ। টি ব্যাগ থেকে চা পাতা খুলে ফেলে মাটির সাথে মিশিয়ে দিন। চায়ের ট্যানিক অ্যাসিড এবং অন্যান্য প্রাকৃতিক পলিফেনল গাছের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে।
কিচেন রুমের ময়লার ঝুড়ির গন্ধ রোধ করতে
ফেলে দেওয়া টি ব্যাগ ফ্রিজে সংরক্ষণ করুন। ময়লার ঝুড়িতে প্রয়োজন অনুসারে কয়েকটি দিয়ে রাখুন। মুসকিল আছান। 😛
ডিসক্লেইমারঃ অবশ্যই লিখাগুলো আমার নিজের না। ইন্টারনেটের বিভিন্ন জায়গা থেকে জড়ো করা। জাস্ট আমার ভাষায় উপস্থাপনের চেষ্টা করেছি।