গুগল কী ওয়ার্ড প্ল্যানার ক্যাম্পেইন সমস্যার সমাধান করুন খুব সহজে
আমরা যারা ব্লগিং এবং নানা ধরনের এফিলিয়েশন করি তাদের কাছে গুগল কীওয়ার্ড প্ল্যানার একটি ম্যাজিক টুল। কীওয়ার্ড রিসার্চ সংক্রান্ত কাজ অনেকটাই এগিয়ে দেয় এই গুগল কী ওয়ার্ড প্ল্যানার । তবে একাউন্ট খুলতে গিয়ে একটু বেখেয়ালে ক্যাম্পেইন ঝামেলায় পড়তে হয়।
গুগল কী ওয়ার্ড প্ল্যানারে একাউন্ট খুলতে গিয়ে কম বেশি অনেকেই এই সমস্যায় পড়ি। আমি নিজেও এই সমস্যা পড়েছি। এটি একটি মহা বিরক্তিকর সমস্যা । ক্যাম্পেইনের পেজ এসে স্থির হয়ে থাকে। অনেকটা সময় নিয়ে প্রথমে চেষ্টা করেছি বের হতে না যেই লাউ সেই কদু ! এর পর শরণাপন্ন হইল গুগলের কাছে; বেশ কয়েক ঘন্টা সময় ব্যয় করেও তখন সমস্যার সমাধান হয় নি। সমাধান হিসেবে সবাই নতুন একাউন্ট খোলা সাজেশান দেয়। সাময়িক হিসেবে এটাই ছিল আমার জন্যে সমাধান।
মূলত যে কারনে এই সমস্যা সৃষ্টি তা হল একাউন্ট খোলার সময় আমরা Skip the guided step নামক অপশন অবজ্ঞা করে এমনি Continue দেই। এর ফলে ক্যাম্পেইন অপশন চালু হয়ে যায়।
ক্যাম্পেইন চালু হবার পরে এডওয়ার্ডের হোম পেজে কোনভাবেই যাওয়া যায় না ক্যাম্পেইন শেষ না করে।
এই সমস্যার সমাধান হিসেবে গুগলে ঘন্টার পরে ঘন্টা সময় দিয়েছি। তখন ফলাফল ছিল শূন্য। এড্রেস বারে https://wwww.awords.google.com/um/GetStarted/Home?_u=7***************&authoruser=0#cp এটা স্থির ছিল। কেউ কেউ আবার শেষের 0 এর স্থলে 1 দিতে বলেছেন অর্থাৎ https://wwww.awords.google.com/um/GetStarted/Home?_u=7***************&authoruser=1#cp। কিন্ত কোন লাভ হয় নি।
তখন বাদ দেই ভাবি ধ্যাত এত ক্যাচালের কি দরকার নতুন একটা একাউন্ট খুলেই নেই বরং। ঐটাই ছিল সমাধান । এর মধ্যে কয়েক মাস চলে গেছে। আজকে সকালে ঘুম থেকে উঠে মনে হল আচ্ছা সমস্যা যেহেতু আছে সমাধানও আছে । আবার নতুন করে ঘটাঘাটি শুরু করি। দেড় ঘন্টা পরে মোটামোটি একটা সমাধানে পৌঁছেছি । চলুন তাহলে দেখা যাক কিভাবে সমস্যার সমাধান করতে পেরেছি।
১। ফায়ার ফক্সের প্রাইভেট ব্রাউজিং উইন্ডো চালু করি
২। এড্রেস বারে https://adwords.google.com/KeywordPlanner টাইপ করে এন্টার হিট করি।
৩। উপরের ডান কর্নারে ক্রিয়েট একাউন্টে ক্লিক করি।
৪। আপনার ইমেইল দিন। এবং উপরের skip the guided set up এ ক্লিক করুন ।
৫। পাসওয়ার্ড দিন দেখুন পূর্বের ক্যাম্পেইন পেজ চালু হয়েছে। এড্রেস বারে https://wwww.awords.google.com/um/GetStarted/Home?_u=7***************&authoruser=0#cp কিছু একটা আছে। জাস্ট শেষে ?skip_wizard যুক্ত করে এন্টার চাপুন ।
হ্যাঁ ডানে দেখুন নতুন করে এডওয়ার্ডের মূল পেজে স্থানান্তরিত হয়েছেন। এবার ক্যাম্পেইনটাতে চেক দিয়ে ডিলিট করে দিন। টুল থেকে কীওয়ার্ড প্ল্যানার ব্যবহার করুন সাচ্ছন্দে ! 🙂