ওয়েব মাস্টার থেকে ক্যাটাগরি / কোন ইউআরএল ইনডেক্স রিমুভ করবেন যেভাবে

যারা কনটেন্ট মার্কেটিং নিয়া কাজ করেন বা এসইও নিয়ে কাজ করেন তাদের প্রায়ইশই বেসিক এই বিষয়টির দিকে নজর থাকে না যেমন ক্যাটাগরি ইনডেক্স হয়ে থাকা। ছোট্ট অথচ দরকারী এই জিনিসটি আমাদের জানা সত্ত্বেও অনেক সময় ভুলে বা অলসতায় কারনে ঠিক করা হয়ে উঠে না।  আপনি যত বেশি প্যারামিটার যুক্ত করবেন তত বেশি এসইও এর উপর প্রভাব পড়বে। তাই ক্যাটাগরি ডিইনডেক্স রাখতে হয়, কোন কারনে ইনডেক্স হয়ে গেলে সেটি ডিইনডেক্স করে দেওয়া উচিত।

আবার কোন কারনে পূর্বের ইউআরএল পরিবর্তন করা হলে যদি কেউ যদি আগের ইউআরএলে আপনার কনটেন্ট ভিজিট করতে আসে তখন ৪০৪ নট ফাউন্ড দেখাবে, এতে ভিজিটর আপনার সাইটে এসে অবস্থান করবে না। আবার  সার্চ ইঞ্জিনের বটের কাছে ব্যাপারটা অপ্রীতিকর। বারবার যখন সে এসে ৪০৪ নট ফাউন্ড পাবে তখন সে সেটিকে আমলে নিবে।

ক্যাটাগরি বা কোন অপ্রয়োজনীয় ইউআরএল তাই আমাদের ডিইনডেক্স করতে হবে। চলুন তাহলে আমরা আজকে দেখি ফেলি কিভাবে গুগুল ওয়েব মাস্টার থেকে কিভাবে ক্যাটাগরি বা ইউআরএল ডিইনডেক্স করব।

প্রথমেই গুগুল একাউন্টে লগ ইন করে ওয়েব মাস্টারে প্রবেশ করে। একাধিক সাইট থাকলে নির্দিষ্ট সাইটে প্রবেশ করে ।

ক্যাটাগরি ডিইনডেক্স

ওয়েব মাস্টার ড্যাশবোর্ডে প্রবেশের পরে আমরা বাম পাশে কতগুলো অপশন দেখতে পাব। গুগল ইনডেক্স অপশনে প্রবেশ করি।

এবার রিমুভ ইউআরএল নামে একটা অপশন আছে লাল আয়তদ্বারা চিহ্নিত করা আছে এতে ক্লিক করি। দেখুন ডান পাশে টেম্পরারি হাইড নামে একটা বাটন এসেছে।এবার ধরি আমার ওয়েব সাইটের ঠিকানা blog.monju.me এর একটা ক্যাটাগরি হল, tips, যেমন,  blog.monju.me/category/tips এটি। সিম্পলি টেম্পরারি হাইডে ক্লিক করে নীচের যে খালি একটি ইউআরএল বক্স আসবে এতে লিঙ্কটি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করি।

ইউআরএল ডিইনডেক্স

এবার নিচের ছবির মত একটা ওয়ার্নিং পেজ আসবে। রিকুয়েস্ট টাইপ ঠিক করে সাবমিট বাটনে ক্লিক করলে আপাদত ইউআরএল স্ট্যাটাস পেন্ডিং দেখাবে। দুই এক দিন পরে দেখবেন সার্চ ইঞ্জিনে আর ক্যাটাগরি দেখাচ্ছে না।

একইভাবে আমরা অপ্রয়োজনীয় লিংকগুলো ডিইনডেক্স করতে পারি। আমি অবশ্য অথর , অ্যাফিলিয়েট ডিসক্লেইমার, কনটাক্ট পেজ , ব্লগের পেজ নাম্বার এই সবও ডিইনডেক্স করে রাখি।

এখন আপনি আপনার প্রয়োজন অনুসারে  যে পেজ , আর্টিকেল, ক্যাটাগরি বা ইউআরএল সার্চ ইঞ্জিনের কাছ থেকে লুকিয়ে রাখতে চান , সে প্রয়োজনীয় ইউআরএলগুলো ওয়েব মাস্টার থেকে রিমুভ করে দিন ।

মনজু
 

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply: